অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় বাছাই শুরু
লেবাননের কাছে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার পর এবার নিকোলো ইলিয়েভস্কির অভিযান এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল নিয়ে। মেসিডোনিয়া থেকে ফিরে বাংলাদেশের কোচ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নামবেন প্রস্তুতিতে। তবে এর আগে চলছে খেলোয়াড় বাছাই।
সারা দেশ থেকে আসা ১২০ জন খেলোয়াড় নিয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে গেল প্রাথমিক বাছাই। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়েরের তত্ত্বাবধানে চলছে এই বাছাই। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে এটি। কাল প্রথম দিনে বেছে নেওয়া হয়েছে ৩০ জন খেলোয়াড়কে। দুই দিনের মধ্যে বাছাই করা হবে আরও পাঁচজনকে। এই ৩৫ জন এবং আগে বাছাই করা ৩৫ জনকে নিয়ে ইলিয়েভস্কির ক্যাম্প শুরু হবে আগামী মাসে। আগামী ৩১ অক্টোবর ঢাকাতেই শুরু হবে বাংলাদেশের নিজেদের গ্রুপের খেলা ।
সারা দেশ থেকে আসা ১২০ জন খেলোয়াড় নিয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে গেল প্রাথমিক বাছাই। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়েরের তত্ত্বাবধানে চলছে এই বাছাই। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে এটি। কাল প্রথম দিনে বেছে নেওয়া হয়েছে ৩০ জন খেলোয়াড়কে। দুই দিনের মধ্যে বাছাই করা হবে আরও পাঁচজনকে। এই ৩৫ জন এবং আগে বাছাই করা ৩৫ জনকে নিয়ে ইলিয়েভস্কির ক্যাম্প শুরু হবে আগামী মাসে। আগামী ৩১ অক্টোবর ঢাকাতেই শুরু হবে বাংলাদেশের নিজেদের গ্রুপের খেলা ।
No comments