ওহাইও অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৭
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কপলে টাউনশিপে গত রোববার এক বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। পরে পুলিশ ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ কথা জানান।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই বন্দুকধারী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে বন্দুকধারী পালানোর চেষ্টা করে। পুলিশও তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ গুলি করলে বন্দুকধারীর মৃত্যু হয়।
কপলে টাউনশিপের পুলিশপ্রধান মিচেল মিয়ার জানান, একটি বাড়ির বাইরে পাঁচজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আর অন্য দুজনকে পৃথক দুটি স্থানে গুলি করে হত্যা করা হয়।’
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের অনেকেই বন্দুকধারীর পরিবারের সদস্য।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই বন্দুকধারী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে বন্দুকধারী পালানোর চেষ্টা করে। পুলিশও তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ গুলি করলে বন্দুকধারীর মৃত্যু হয়।
কপলে টাউনশিপের পুলিশপ্রধান মিচেল মিয়ার জানান, একটি বাড়ির বাইরে পাঁচজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আর অন্য দুজনকে পৃথক দুটি স্থানে গুলি করে হত্যা করা হয়।’
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের অনেকেই বন্দুকধারীর পরিবারের সদস্য।
No comments