সেই ওয়েটারকে বকশিশ দিলেন ক্যামেরন
ইতালির তুসকানির একটি ক্যাফেতে গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নিজের কফি নিজেকেই আনতে বলেছিলেন এক ওয়েটার। সেই ওয়েটারকে বকশিশ দেওয়ার জন্য আবারও ওই ক্যাফেতে গেলেন ক্যামেরন। ক্যামেরনকে না চেনার কারণে ওই ওয়েটার তাঁকে নিজের কফি নিজেকেই আনতে বলেছিলেন। ফলে ক্যামেরনও তাঁকে কোনো বকশিশ দেননি।
ডেইলি টেলিগ্রাফ-এর খবরে বলা হয়েছে, ফ্রান্সেসকা আরিয়ানি (২৭) নামে ওই ওয়েটারের খোঁজে গত রোববার সকালে মেয়ে ন্যান্সিকে নিয়ে ওই ক্যাফেতে যান ডেভিড ক্যামেরন। এ সময় তিনি বিয়ার ও কোমল পানীয়র ফরমায়েশ দেন।
খবরে বলা হয়, ক্যামেরন আরিয়ানির সঙ্গে ছবি তুলেছেন। এ সময় তিনি আরিয়ানিকে বকশিশও দেন।
আরিয়ানি বলেন, ‘আমার খোঁজে ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও এখানে এসেছেন। তাঁকে দেখতে পারাটা আমার জন্য একটা বিস্ময়।’
গত সপ্তাহে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সপরিবারে তুসকানি যান ক্যামেরন। পরে স্ত্রী সামান্থাকে নিয়ে ওই ক্যাফেতে গিয়ে তিন কাপ কফির ফরমায়েশ দেন তিনি। কফিগুলো আনার জন্য আরিয়ানিকে নির্দেশ দেন। কিন্তু আরিয়ানি সাফ জানিয়ে দেন, তিনি পারবেন না। কারণ, তিনি খুব ব্যস্ত।
ডেইলি টেলিগ্রাফ-এর খবরে বলা হয়েছে, ফ্রান্সেসকা আরিয়ানি (২৭) নামে ওই ওয়েটারের খোঁজে গত রোববার সকালে মেয়ে ন্যান্সিকে নিয়ে ওই ক্যাফেতে যান ডেভিড ক্যামেরন। এ সময় তিনি বিয়ার ও কোমল পানীয়র ফরমায়েশ দেন।
খবরে বলা হয়, ক্যামেরন আরিয়ানির সঙ্গে ছবি তুলেছেন। এ সময় তিনি আরিয়ানিকে বকশিশও দেন।
আরিয়ানি বলেন, ‘আমার খোঁজে ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও এখানে এসেছেন। তাঁকে দেখতে পারাটা আমার জন্য একটা বিস্ময়।’
গত সপ্তাহে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সপরিবারে তুসকানি যান ক্যামেরন। পরে স্ত্রী সামান্থাকে নিয়ে ওই ক্যাফেতে গিয়ে তিন কাপ কফির ফরমায়েশ দেন তিনি। কফিগুলো আনার জন্য আরিয়ানিকে নির্দেশ দেন। কিন্তু আরিয়ানি সাফ জানিয়ে দেন, তিনি পারবেন না। কারণ, তিনি খুব ব্যস্ত।
No comments