সৌদি আরবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা, গুলিতে এক বন্দুকধারী নিহত
সৌদি আরবের জেদ্দায় সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজের বাসভবনে গতকাল শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে।
দুজন বন্দুকধারী প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। অপর বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এক সরকারি মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দুকধারীরা গতকাল মধ্যরাতের পর প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজের বাসভবন লক্ষ্য করে গুলি চালায়। তিনি জানান, এই হামলার সঙ্গে কোনো সংগঠন জড়িত নয়। এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি হামলা।
দুজন বন্দুকধারী প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। অপর বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এক সরকারি মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দুকধারীরা গতকাল মধ্যরাতের পর প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজের বাসভবন লক্ষ্য করে গুলি চালায়। তিনি জানান, এই হামলার সঙ্গে কোনো সংগঠন জড়িত নয়। এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি হামলা।
No comments