‘সিপিএমের দেখানো পথেই চলছে তৃণমূল সরকার’
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের শরিক বামপন্থী দল এসইউসিআই (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া) অভিযোগ করেছে, নির্বাচনে জিতে সরকার গড়ার পর রং বদলে ফেলেছে তৃণমূল কংগ্রেস। নতুন সরকার চলছে সিপিএমের দেখানো পথেই।
দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রয়াণ দিবস উপলক্ষে গত শুক্রবার কলকাতায় রানি রাসমণি এভিনিউয়ে সমাবেশের আয়োজন করে এসইউসিআই। ওই সমাবেশে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এই অভিযোগ করেন।
প্রভাস ঘোষ বলেন, ‘তৃণমূল সরকার সিপিএম সরকারের মতো আমলাতান্ত্রিক ও যান্ত্রিক হবে না ভেবেই আমরা তাঁদের সমর্থন করেছিলাম। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা রং বদল করেছে। সেই গোর্খাল্যান্ড, জঙ্গলমহলের যৌথ বাহিনী ইস্যু, রাজ্যের নাম পরিবর্তনের ইস্যু—সবকিছুই চলছে সিপিএমের দেখানো পথ ধরেই।’
দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রয়াণ দিবস উপলক্ষে গত শুক্রবার কলকাতায় রানি রাসমণি এভিনিউয়ে সমাবেশের আয়োজন করে এসইউসিআই। ওই সমাবেশে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এই অভিযোগ করেন।
প্রভাস ঘোষ বলেন, ‘তৃণমূল সরকার সিপিএম সরকারের মতো আমলাতান্ত্রিক ও যান্ত্রিক হবে না ভেবেই আমরা তাঁদের সমর্থন করেছিলাম। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা রং বদল করেছে। সেই গোর্খাল্যান্ড, জঙ্গলমহলের যৌথ বাহিনী ইস্যু, রাজ্যের নাম পরিবর্তনের ইস্যু—সবকিছুই চলছে সিপিএমের দেখানো পথ ধরেই।’
No comments