ট্রটের জায়গায় বোপারা
ট্রেন্টব্রিজ টেস্টটা সব দিক দিয়েই খারাপ কাটল জোনাথন ট্রটের। ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৪ ও ২। বল করতে গিয়ে চোট পেয়েছেন কাঁধে। সেই চোট থেকে এখনো সেরে না ওঠায় তাঁকে বাদই পড়তে হলো ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে। এজবাস্টনে টেস্টটি শুরু হবে ১০ আগস্ট থেকে।
১৩ জনের দলে ট্রটের জায়গায় জেমস টেলরের ঢোকার সম্ভাবনা ছিল, অভিষেকই হতে পারত তাঁর। কিন্তু নির্বাচক কমিটি বেছে নিয়েছে রবি বোপারাকে। এ ছাড়া হ্যামস্ট্রিং ইনজুরি ও পিঠের সমস্যায় ভুগতে থাকা পেসার ক্রিস ট্রেমলেটের বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে স্টিভেন ফিনকে। যদিও নির্বাচকদের আশা, টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন ট্রেমলেট। ওয়েবসাইট।
৩য় টেস্টের ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, ইয়ান বেল, কেভিন পিটারসেন, এউইন মরগান, ম্যাট প্রিয়র, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট, রবি বোপারা ও স্টিভেন ফিন।
১৩ জনের দলে ট্রটের জায়গায় জেমস টেলরের ঢোকার সম্ভাবনা ছিল, অভিষেকই হতে পারত তাঁর। কিন্তু নির্বাচক কমিটি বেছে নিয়েছে রবি বোপারাকে। এ ছাড়া হ্যামস্ট্রিং ইনজুরি ও পিঠের সমস্যায় ভুগতে থাকা পেসার ক্রিস ট্রেমলেটের বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে স্টিভেন ফিনকে। যদিও নির্বাচকদের আশা, টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন ট্রেমলেট। ওয়েবসাইট।
৩য় টেস্টের ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, ইয়ান বেল, কেভিন পিটারসেন, এউইন মরগান, ম্যাট প্রিয়র, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট, রবি বোপারা ও স্টিভেন ফিন।
No comments