প্রকৃত বিনিয়োগকারীরা বিক্ষোভ করে না: মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘প্রকৃত বিনিয়োগকারীরা বিক্ষোভ করে না। যারা বিক্ষোভ করছে, তারা বিনিয়োগকারী না। তারা এখানে ফটকাবাজি করতে এসেছে। কেন তারা আশা করছে, প্রতিদিন শেয়ারের দাম বাড়বে। বাজার থেকে এরা বেড়িয়ে গেলেই ভালো।’
আজ রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ চা-সংসদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এর আগে আজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
এ বৈঠকে প্রকৃত বিনিয়োগকারীদের তাঁদের শেয়ার ধরে রাখার পরামর্শ দেন অর্থমন্ত্রী। বাজারে এখন ছয় হাজারেরও বেশি সূচক আছে বলেও জানিয়েছেন তিনি।
বৈঠকে এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন সাংবাদিকদের বলেন, বুক বিল্ডিং পদ্ধতি ১১ আগস্ট চূড়ান্ত হবে। শেয়ারবাজারে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ছয় মাসের মধ্যে সবার সমন্বিত প্রচেষ্টায় বাজার যে আবার ঘুরে দাঁড়িয়েছে, তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ চা-সংসদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এর আগে আজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
এ বৈঠকে প্রকৃত বিনিয়োগকারীদের তাঁদের শেয়ার ধরে রাখার পরামর্শ দেন অর্থমন্ত্রী। বাজারে এখন ছয় হাজারেরও বেশি সূচক আছে বলেও জানিয়েছেন তিনি।
বৈঠকে এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন সাংবাদিকদের বলেন, বুক বিল্ডিং পদ্ধতি ১১ আগস্ট চূড়ান্ত হবে। শেয়ারবাজারে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ছয় মাসের মধ্যে সবার সমন্বিত প্রচেষ্টায় বাজার যে আবার ঘুরে দাঁড়িয়েছে, তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।
No comments