চলতি সপ্তাহে লাফার্জের ছাতক ফ্যাক্টরিতে চুনাপাথর সরবরাহ শুরু
ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গত শুক্রবার থেকে মেঘালয়ে চুনাপাথর উত্তোলনের কাজ শুরু করেছে লাফার্জের ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ ইউমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড। আর এ সপ্তাহেই লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে চুনাপাথর সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আজ রোববার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
প্রসঙ্গত, গত ৬ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট লাফার্জ সুরমা সিমেন্টের পক্ষে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে লাফার্জের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ ইউমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড মেঘালয়ে চুনাপাথর উত্তোলনের অনুমতি পায়।
প্রসঙ্গত, গত ৬ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট লাফার্জ সুরমা সিমেন্টের পক্ষে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে লাফার্জের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ ইউমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড মেঘালয়ে চুনাপাথর উত্তোলনের অনুমতি পায়।
No comments