ইন্টারের শিরোপা
কদিন আগে ইন্টার মিলানকে হারিয়ে মৌসুম সূচক সুপার কোপা শিরোপা জিতেছে এসি মিলান। দুই সপ্তাহের ব্যবধানেই সেই হারের প্রতিশোধ নিল ইন্টার। পরশু এসি মিলানকে হারিয়েই টিম কাপ জিতল ইন্টার মিলান। টিম কাপটা একটা ব্যতিক্রমী টুর্নামেন্ট। এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস—অংশ নেয় এতে। প্রতিটি দল অন্য দুই দলের সঙ্গে খেলেছে ৪৫ মিনিটের দুটি ম্যাচ। ১-১ গোলে ড্রয়ের পর জুভেন্টাসকে টাইব্রেকারে (৬-৫) হারিয়ে শুরু করে ইন্টার। জুভেন্টাস এসি মিলানকে হারায় ২-১ গোলে। ইন্টার শেষ ম্যাচে মিলানকে হারায় আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতোর একমাত্র গোলে।
No comments