নাম প্রত্যাহার ক্লাইস্টার্সের
ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স। ইনজুরির কাছে হার মেনেই এই প্রত্যাহার বলে জানালেন ২৮ বছর বয়সী বেলজিয়ান, ‘পাকস্থলীর ইনজুরির কারণে দুর্ভাগ্যজনকভাবে আমি এবারের ইউএস ওপেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে পারছি না।’ ২৯ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। কিন্তু সুস্থ হওয়ার জন্য এই সময়টা পর্যাপ্ত বলে মনে হচ্ছে না তাঁর, ‘সেরে ওঠার জন্য দুই সপ্তাহও যথেষ্ট সময় নয়। অবশ্যই আমি খুব হতাশ। এই গ্রীষ্মে কঠোর অনুশীলন করেছিলাম। এবং মনে হচ্ছিল ইউএস ওপেনে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলতে পারব।’
No comments