পিনোশের শাসনে আরও ১০ হাজার মানুষ নির্যাতিত
চিলির সাবেক সামরিক শাসক জেনারেল অগাস্তো পিনোশের শাসনামলে যেসব মানুষ নির্যাতনের শিকার হয়েছিল বলে তালিকাভুক্ত হয়েছে, তাদের চেয়ে অনেক বেশি লোক নির্যাতনের শিকার হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত একটি কমিশন এ তথ্য পাওয়ার কথা দাবি করেছে। কমিশনের পরিচালক মারিয়া লুইসা সেপুলভেদা বলেন, তাঁরা আরও নয় হাজার ৮০০ ব্যক্তিকে শনাক্ত করেছেন, যাঁদের রাজনৈতিক বন্দী হিসেবে আটক করে নির্যাতন করা হয়েছিল। এ নিয়ে নির্যাতনের শিকার মানুষের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৮০ জনে।
নির্যাতনের শিকার ব্যক্তি হিসেবে যাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাঁরা পেনশন হিসেবে আজীবন প্রতি মাসে প্রায় ২৬০ ডলারের সমপরিমাণ অর্থ পাবেন। কমিশনের এর আগের প্রতিবেদনে ২৭ হাজার ১৫৩ জনকে শনাক্ত করা হয়েছিল, যাঁরা সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত একটি কমিশন এ তথ্য পাওয়ার কথা দাবি করেছে। কমিশনের পরিচালক মারিয়া লুইসা সেপুলভেদা বলেন, তাঁরা আরও নয় হাজার ৮০০ ব্যক্তিকে শনাক্ত করেছেন, যাঁদের রাজনৈতিক বন্দী হিসেবে আটক করে নির্যাতন করা হয়েছিল। এ নিয়ে নির্যাতনের শিকার মানুষের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৮০ জনে।
নির্যাতনের শিকার ব্যক্তি হিসেবে যাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাঁরা পেনশন হিসেবে আজীবন প্রতি মাসে প্রায় ২৬০ ডলারের সমপরিমাণ অর্থ পাবেন। কমিশনের এর আগের প্রতিবেদনে ২৭ হাজার ১৫৩ জনকে শনাক্ত করা হয়েছিল, যাঁরা সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।
No comments