জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন সাইফ
শুধু ড্র করলেই চলত। তবে ড্র নয়, জিতেই জাতীয় জুনিয়রের শিরোপা ধরে রাখল আবদুল্লাহ আল সাইফ। ফেডারেশন কার্যালয়ে কাল শেষ রাউন্ডে সাইফ হারিয়েছে সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমানকে। সাইফ কালো ঘুঁটি নিয়ে পেত্রোভ ওপেনিংয়ে ৪১ চালের মাথায় হারায় ফাহাদকে। নয় খেলায় ৯ পয়েন্ট সাইফের। সমান খেলায় সাড়ে সাত পয়েন্ট নিয়ে মাগুরার মোহাম্মদ সাগর হয়েছে রানারআপ। ৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় শামসুল আরেফিন ও ইমদাদুল হক।
No comments