তেজস্ক্রিয়া শুষে নিচ্ছে সূর্যমুখী!
জাপানের ফুকুশিমায় পরমাণু তেজস্ক্রিয়া মোকাবিলার জন্য একটি বৌদ্ধমন্দিরে হাজার হাজার সূর্যমুখী গাছ লাগানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব গাছ পরমাণু তেজস্ক্রিয়া শুষে নিচ্ছে।
এ বছরের মার্চে জাপানে ভূমিকম্প-পরবর্তী ভয়াবহ সুনামিতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি চুল্লিতে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এতে আশপাশের এলাকায় পরমাণু তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সেখানকার হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিশ্বে ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়।
ফুকুশিমার জয়েনজি বৌদ্ধমন্দিরের প্রধান ভিক্ষু কোয়ু আবে বলেন, ‘আমরা মন্দিরে কমপক্ষে দুই লাখ সূর্যমুখী গাছ লাগিয়েছি এবং অনেক বীজও বিলি করেছি।’
এ বছরের মার্চে জাপানে ভূমিকম্প-পরবর্তী ভয়াবহ সুনামিতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি চুল্লিতে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এতে আশপাশের এলাকায় পরমাণু তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সেখানকার হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিশ্বে ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়।
ফুকুশিমার জয়েনজি বৌদ্ধমন্দিরের প্রধান ভিক্ষু কোয়ু আবে বলেন, ‘আমরা মন্দিরে কমপক্ষে দুই লাখ সূর্যমুখী গাছ লাগিয়েছি এবং অনেক বীজও বিলি করেছি।’
No comments