লিবিয়ায় মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান লড়াইয়ে দেশটির বেশ কয়েকটি শহরে মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) এক বিবৃতিতে এ কথা বলা হয়।
লিবিয়ায় হতাহত ও বিভিন্ন হাসপাতালে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আইসিআরসি উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা শুনতে পাচ্ছি, হাসপাতালে হামলা চালানো হচ্ছে বা সামরিক উদ্দেশ্যে হাসপাতাল ব্যবহার করা হচ্ছে।’
আইসিআরসির ত্রিপোলির প্রধান জর্জেস কমনিনোস বলেন, ‘গত মঙ্গলবার ব্রেগায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।’
কমনিনোস বলেন, ‘বেসামরিক লোকদের রক্ষায় স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এতে অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।’
ত্রিপোলিতে বিস্ফোরণ: লিবিয়ার রাজধানী ত্রিপোলি গতকাল শুক্রবার বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে। গাদ্দাফির সরকার লিবিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। বিদ্রোহীরা দাবি করেছে, তারা রাজধানীর নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নিয়ন্ত্রণে নিয়েছে।্
লিবিয়ায় হতাহত ও বিভিন্ন হাসপাতালে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আইসিআরসি উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা শুনতে পাচ্ছি, হাসপাতালে হামলা চালানো হচ্ছে বা সামরিক উদ্দেশ্যে হাসপাতাল ব্যবহার করা হচ্ছে।’
আইসিআরসির ত্রিপোলির প্রধান জর্জেস কমনিনোস বলেন, ‘গত মঙ্গলবার ব্রেগায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।’
কমনিনোস বলেন, ‘বেসামরিক লোকদের রক্ষায় স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এতে অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।’
ত্রিপোলিতে বিস্ফোরণ: লিবিয়ার রাজধানী ত্রিপোলি গতকাল শুক্রবার বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে। গাদ্দাফির সরকার লিবিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। বিদ্রোহীরা দাবি করেছে, তারা রাজধানীর নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নিয়ন্ত্রণে নিয়েছে।্
No comments