ওয়ানডে অধিনায়ক মরগান
ইংল্যান্ডের অধিনায়ক হয়েছেন এউইন মরগান। তবে মাত্র একটি ম্যাচের জন্য, সেটাও আবার জন্মভূমি আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৫ আগস্ট ডাবলিনে হবে দুই দলের একমাত্র ওয়ানডে ম্যাচটি। তাতে খর্বশক্তির ও অনভিজ্ঞ ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মরগান। গতকাল ঘোষিত ১৩ সদস্যের দলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা বেশির ভাগ খেলোয়াড়ই নেই। আগামী মাসের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। মরগান ছাড়া টেস্ট দলের রবি বোপারা ও জোনাথন ট্রটই শুধু আছেন এই দলে।
No comments