‘স্লাটওয়াক’ কোরিয়ায়
যৌন হয়রানির প্রতিবাদে কানাডায় শুরু হওয়া ‘স্লাটওয়াক’ শোভাযাত্রা এবার হলো দক্ষিণ কোরিয়ায়।গতকাল শনিবার ‘স্লাটওয়াক কোরিয়া’ নামের একটি নারী সংগঠন এর আয়োজন করে।
শোভাযাত্রার সময় রাজধানী সিউলের কেন্দ্রস্থলে বৃষ্টির মধ্যেই ৭০ জনের মতো নারী নেচে-গেয়ে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের পরনে ছিল আঁটসাঁট পোশাক, চোখে ছিল রোদচশমা এবং কারও মুখে ছিল মুখোশ। এ সময় অন্য দেশের মিছিলগুলোর মতোই তাঁদের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘স্বল্প বসনার পোশাক মানেই কারোর ডাকে সাড়া দেওয়া নয়।’
স্লাটওয়াক কোরিয়া এক বিবৃতিতে বলেছে, ‘নিজেদের পছন্দমতো পোশাক পরার অধিকার আমাদের আছে।’
গত এপ্রিলে কানাডার টরন্টোয় পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘যৌন হয়রানির শিকার না হওয়ার জন্য নারীদের সংক্ষিপ্ত পোশাক এড়ানো উচিত।’ এর পরই এ আন্দোলনের সূচনা হয়।
শোভাযাত্রার সময় রাজধানী সিউলের কেন্দ্রস্থলে বৃষ্টির মধ্যেই ৭০ জনের মতো নারী নেচে-গেয়ে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের পরনে ছিল আঁটসাঁট পোশাক, চোখে ছিল রোদচশমা এবং কারও মুখে ছিল মুখোশ। এ সময় অন্য দেশের মিছিলগুলোর মতোই তাঁদের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘স্বল্প বসনার পোশাক মানেই কারোর ডাকে সাড়া দেওয়া নয়।’
স্লাটওয়াক কোরিয়া এক বিবৃতিতে বলেছে, ‘নিজেদের পছন্দমতো পোশাক পরার অধিকার আমাদের আছে।’
গত এপ্রিলে কানাডার টরন্টোয় পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘যৌন হয়রানির শিকার না হওয়ার জন্য নারীদের সংক্ষিপ্ত পোশাক এড়ানো উচিত।’ এর পরই এ আন্দোলনের সূচনা হয়।
No comments