সর্বকালের সেরা একাদশে চার ভারতীয়
অবশেষে বহু প্রতীক্ষিত সর্বকালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে আইসিসি। এ তালিকায় রয়েছে ভারতীয় ও অস্ট্রেলিয়ানদের আধিপত্য। সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারত ও অস্ট্রেলিয়া থেকে।
টেস্টের ইতিহাসে ২০০০তম ম্যাচকে সামনে রেখে ‘স্বপ্নের একাদশ’ গড়তে অনলাইনে পাঠকদের মতামত চেয়েছিল আইসিসি। দুজন উদ্বোধনী ব্যাটসম্যান, তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক, তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নির্বাচন করতে পাঠকদের বলা হয়েছিল।
উদ্বোধনী ব্যাটসম্যানের দুজনই ভারতীয়—বীরেন্দর শেবাগ ও সুনীল গাভাস্কার। কপিল দেব অলরাউন্ডার ও শচীন টেন্ডুলকার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিয়েছেন। সর্বকালের সেরা একাদশে পাকিস্তান থেকে নির্বাচিত হয়েছেন শুধু ওয়াসিম আকরাম। তবে উপমহাদেশের ক্রিকেটে আরেক শক্তিশালী দেশ শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারই জায়গা পাননি। ওয়েবসাইট।
স্বপ্নের টেস্ট দল: সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, ডন ব্রাডম্যান, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস ও গ্লেন ম্যাকগ্রা।
টেস্টের ইতিহাসে ২০০০তম ম্যাচকে সামনে রেখে ‘স্বপ্নের একাদশ’ গড়তে অনলাইনে পাঠকদের মতামত চেয়েছিল আইসিসি। দুজন উদ্বোধনী ব্যাটসম্যান, তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক, তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নির্বাচন করতে পাঠকদের বলা হয়েছিল।
উদ্বোধনী ব্যাটসম্যানের দুজনই ভারতীয়—বীরেন্দর শেবাগ ও সুনীল গাভাস্কার। কপিল দেব অলরাউন্ডার ও শচীন টেন্ডুলকার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিয়েছেন। সর্বকালের সেরা একাদশে পাকিস্তান থেকে নির্বাচিত হয়েছেন শুধু ওয়াসিম আকরাম। তবে উপমহাদেশের ক্রিকেটে আরেক শক্তিশালী দেশ শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারই জায়গা পাননি। ওয়েবসাইট।
স্বপ্নের টেস্ট দল: সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, ডন ব্রাডম্যান, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস ও গ্লেন ম্যাকগ্রা।
No comments