জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট চিলুবা আর নেই
জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডেরিক চিলুবা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল শনিবার জাম্বিয়ার গণমাধ্যম এ কথা জানায়। তিনি ছিলেন জাম্বিয়ায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট।
ফ্রেডেরিক চিলুবার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৯১ সালের বহুদলীয় নির্বাচনে কেনেথ কাউন্ডাকে পরাজিত করেন তিনি। সাবেক ট্রেড ইউনিয়নের কর্মী চিলুবা তামাসমৃদ্ধ দেশটিকে এক দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেন।
সরকারি তহবিলের প্রায় পাঁচ লাখ ডলার তছরুপের অভিযোগ উঠেছিল চিলুবার বিরুদ্ধে। ২০০৯ সালে তাঁকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ফ্রেডেরিক চিলুবার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৯১ সালের বহুদলীয় নির্বাচনে কেনেথ কাউন্ডাকে পরাজিত করেন তিনি। সাবেক ট্রেড ইউনিয়নের কর্মী চিলুবা তামাসমৃদ্ধ দেশটিকে এক দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেন।
সরকারি তহবিলের প্রায় পাঁচ লাখ ডলার তছরুপের অভিযোগ উঠেছিল চিলুবার বিরুদ্ধে। ২০০৯ সালে তাঁকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
No comments