নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকম্প বিষয়ে কোর্স চালু হচ্ছে
সাম্প্রতিক সময়ে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পের শিকার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প বিষয়ে একটি কোর্স চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নিজেদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠ্যবিষয়ের কার্যকর সমন্বয় করতে পারবেন কোর্সটি গ্রহণ করা শিক্ষার্থীরা।
কোর্সটির নাম দেওয়া হয়েছে ‘ক্রাইস্টচার্চের পুনর্গঠন: বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাক্রমে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের একটি উপস্থাপনা’। এ বছরই আরও পরের দিকে পাঁচ শর মতো শিক্ষার্থীর জন্য কোর্সটি উন্মুক্ত করা হবে। কোর্স সমন্বয়ক বিলি ও’স্টিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়া ছাত্রদের হাজার হাজার টন কাদা সরানোর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটি কেবল কোদাল দিয়ে কাদা সরানো নয়, রাস্তাঘাট চলাচলের উপযোগী করে তোলাই শেষ কাজ নয়; এসব শিক্ষার্থীর জ্ঞান ও সৃজনশীলতা কাজে লাগানোর আরও ভালো উপায় আছে। যাঁরা এসব বাধাবিপত্তি ঠেলে লেখাপড়া চালিয়ে যেতে এবং ক্রাইস্টচার্চের পুনর্গঠনে সেই শিক্ষা কাজে লাগাতে চান, তাঁদের জন্যই এ কোর্স।’
কোর্সটির নাম দেওয়া হয়েছে ‘ক্রাইস্টচার্চের পুনর্গঠন: বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাক্রমে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের একটি উপস্থাপনা’। এ বছরই আরও পরের দিকে পাঁচ শর মতো শিক্ষার্থীর জন্য কোর্সটি উন্মুক্ত করা হবে। কোর্স সমন্বয়ক বিলি ও’স্টিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়া ছাত্রদের হাজার হাজার টন কাদা সরানোর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটি কেবল কোদাল দিয়ে কাদা সরানো নয়, রাস্তাঘাট চলাচলের উপযোগী করে তোলাই শেষ কাজ নয়; এসব শিক্ষার্থীর জ্ঞান ও সৃজনশীলতা কাজে লাগানোর আরও ভালো উপায় আছে। যাঁরা এসব বাধাবিপত্তি ঠেলে লেখাপড়া চালিয়ে যেতে এবং ক্রাইস্টচার্চের পুনর্গঠনে সেই শিক্ষা কাজে লাগাতে চান, তাঁদের জন্যই এ কোর্স।’
No comments