ভারতের সবচেয়ে বয়স্ক বন্দীকে মুক্তি দেওয়া হলো
ভারতের কারা কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে বয়স্ক বন্দী ব্রজবিহারী পাঁড়েকে (১০৮) মুক্তি দিয়েছে। কারা কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানান। মানবিক কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়।
উত্তর প্রদেশের একটি আদালত গত শুক্রবার তাঁকে মুক্তির আদেশ দেন। ব্রজবিহারী রাজ্যের রাজধানী লক্ষৌ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত গোরখপুর কারাগারে বন্দী ছিলেন। কারা পরিদর্শক এস কে শর্মা বলেন, ‘কারাগারে ১০৮ বছর বয়সী একজন বন্দীকে দেখভাল করাটা কঠিন হয়ে পড়েছিল। তাই আমরা আদালতের কাছে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন জানাই। মানবিক দিক বিবেচনা করে আদালত তা মঞ্জুর করেন।
উত্তর প্রদেশের একটি আদালত গত শুক্রবার তাঁকে মুক্তির আদেশ দেন। ব্রজবিহারী রাজ্যের রাজধানী লক্ষৌ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত গোরখপুর কারাগারে বন্দী ছিলেন। কারা পরিদর্শক এস কে শর্মা বলেন, ‘কারাগারে ১০৮ বছর বয়সী একজন বন্দীকে দেখভাল করাটা কঠিন হয়ে পড়েছিল। তাই আমরা আদালতের কাছে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন জানাই। মানবিক দিক বিবেচনা করে আদালত তা মঞ্জুর করেন।
No comments