রিয়ালকে কাছে আনল বার্সা
শুরুর দিকে গায়ে গা ঘেঁষেই ছিল দুই দল। লিগে প্রথম এল ক্লাসিকোর পর একটু দূরে সরে যায় রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে দূরত্ব বেড়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান হয় ৭ পয়েন্টের। পরশু দূরে থাকা রিয়ালকে কাছে নিয়ে এল বার্সেলোনা। প্রথমে এগিয়ে গিয়েও সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। এই ড্রয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ৫। ২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট শীর্ষে থাকা বার্সার। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০।
সেভিয়ার মাঠে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন বোজান কিরকিচ। কিন্তু ৪৯ মিনিটে সেভিয়া সমতায় ফেরে জেসাস নাভাসের গোলে।
তবে ম্যাচের ৪ মিনিটে মেসির ফ্রি-কিক জালে ঢুকে যাওয়ার পরও গোল বাতিল না করলে এবং ন্যায্য পেনাল্টি থেকে বোজানকে বঞ্চিত না করলে ফলটা অন্য রকমই হতে পারত। ধারাভাষ্যকারসহ আরও অনেকেই এ নিয়ে সমালোচনাও করেছেন। যদিও বার্সা কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘রেফারি নিয়ে কথা বলতে চাই না আমি।’
সেভিয়ার মাঠে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন বোজান কিরকিচ। কিন্তু ৪৯ মিনিটে সেভিয়া সমতায় ফেরে জেসাস নাভাসের গোলে।
তবে ম্যাচের ৪ মিনিটে মেসির ফ্রি-কিক জালে ঢুকে যাওয়ার পরও গোল বাতিল না করলে এবং ন্যায্য পেনাল্টি থেকে বোজানকে বঞ্চিত না করলে ফলটা অন্য রকমই হতে পারত। ধারাভাষ্যকারসহ আরও অনেকেই এ নিয়ে সমালোচনাও করেছেন। যদিও বার্সা কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘রেফারি নিয়ে কথা বলতে চাই না আমি।’
No comments