বামফ্রন্টে অর্ধেকের বেশি নতুন মুখ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বামফ্রন্ট ১৪৯ জন নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রার্থীও বাড়ানো হয়েছে।
গত রোববার বিকেলে কলকাতায় সিপিএমের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন মুখ এসেছে ১৪৯টি। এর মধ্যে সিপিএম এনেছে ১১৪টি নতুন মুখ। এ ছাড়া ৪৬ জন নারী ও মুসলিম সম্প্রদায়ের ৫৭ জনকে প্রার্থী করা হয়েছে।
আগামী ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শুরু হবে। ছয় দফার এই নির্বাচন শেষ হবে ১০ মে। ১৩ মে ফলাফল প্রকাশিত হবে।
কংগ্রেসে যোগদান: প্রবীণ কংগ্রেস নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বড় ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন।
গত রোববার বিকেলে কলকাতায় সিপিএমের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন মুখ এসেছে ১৪৯টি। এর মধ্যে সিপিএম এনেছে ১১৪টি নতুন মুখ। এ ছাড়া ৪৬ জন নারী ও মুসলিম সম্প্রদায়ের ৫৭ জনকে প্রার্থী করা হয়েছে।
আগামী ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শুরু হবে। ছয় দফার এই নির্বাচন শেষ হবে ১০ মে। ১৩ মে ফলাফল প্রকাশিত হবে।
কংগ্রেসে যোগদান: প্রবীণ কংগ্রেস নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বড় ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন।
No comments