পাল্লেকেলে টেস্টে বৃষ্টির জয়
প্রথম দিন ৪০ ওভার। দ্বিতীয় দিন ৪১ ওভার। প্রথম দুই দিনের খেলায় বিঘ্ন ঘটানোর পর তৃতীয় দিনের পুরো খেলাই কেড়ে নেয় বৃষ্টি। চতুর্থ দিনে অবশ্য বৃষ্টি একটু সদয় হয়েছিল! বিঘ্ন ঘটালেও এদিন খেলা হয় ২২ ওভার। কিন্তু শেষ দিনে আর দয়া নয়, একেবারে পুরোটা দিন কেড়ে নিয়ে পাল্লেকেলে টেস্টে নিজেকে জয়ী করেছে বৃষ্টি!
এমন ম্যাড়ম্যাড়ে ড্র নিশ্চয়ই প্রত্যাশা করেনি ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা। কিন্তু পাল্লেকেলেতে মজার অভিজ্ঞতাই হয়েছে এ দুই দলের! টেস্টের পাঁচ দিনে খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার। আর প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই শেষ পর্যন্ত শেষ হয়নি! নিষ্প্রাণ ড্রয়ের ঘোষণা আসার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩০৩ রান।
এমন ম্যাড়ম্যাড়ে ড্র নিশ্চয়ই প্রত্যাশা করেনি ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা। কিন্তু পাল্লেকেলেতে মজার অভিজ্ঞতাই হয়েছে এ দুই দলের! টেস্টের পাঁচ দিনে খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার। আর প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই শেষ পর্যন্ত শেষ হয়নি! নিষ্প্রাণ ড্রয়ের ঘোষণা আসার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩০৩ রান।
No comments