দুই প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন আজ রোববার স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ এ ব্যবস্থা নেয়।
প্রতিষ্ঠান দুটি হলো এইচআর টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল।
ডিএসই সূত্রে জানা যায়, আজ এইচআর টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম ১২৬ টাকা ৫০ পয়সা বা ১২ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পায়। এক হাজার ৪০ টাকা থেকে এক হাজার ১৪৫ টাকার মধ্যে আজ লেনদেন হয় প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার।
অপরদিকে সায়হাম টেক্সটাইলের প্রতিটি শেয়ার আজ ৯ দশমিক ৯৯ শতাশং বা ১৯৯ টাকা ৭৫ পয়সা বাড়ে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার দুই হাজার ৫০ টাকা থেকে দুই হাজার ১৯৯ টাকা ৫০ পয়সার মধ্যে বিক্রি হয়।
দাম বাড়ার ফলে দুটি প্রতিষ্ঠানই দাম বাড়ায় শীর্ষ ১০-এর তালিকায় স্থান করে নেয়।
এদিকে ডিএসইর পক্ষ থেকে অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাওয়ার জবাব দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এগুলো হলো, ব্র্যাক ব্যাংক, এইচআর টেক্সটাইল, ট্রাস্ট ব্যাংক, পিপলস ইনস্যুরেন্স, বিআইএফসি, সিটি ব্যাংক ও রিপাবলিক ইনস্যুরেন্স। ডিএসইর অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠানগুলো জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো স্পর্শকাতর তথ্য তাদের কাছে নেই।
প্রতিষ্ঠান দুটি হলো এইচআর টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল।
ডিএসই সূত্রে জানা যায়, আজ এইচআর টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম ১২৬ টাকা ৫০ পয়সা বা ১২ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পায়। এক হাজার ৪০ টাকা থেকে এক হাজার ১৪৫ টাকার মধ্যে আজ লেনদেন হয় প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার।
অপরদিকে সায়হাম টেক্সটাইলের প্রতিটি শেয়ার আজ ৯ দশমিক ৯৯ শতাশং বা ১৯৯ টাকা ৭৫ পয়সা বাড়ে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার দুই হাজার ৫০ টাকা থেকে দুই হাজার ১৯৯ টাকা ৫০ পয়সার মধ্যে বিক্রি হয়।
দাম বাড়ার ফলে দুটি প্রতিষ্ঠানই দাম বাড়ায় শীর্ষ ১০-এর তালিকায় স্থান করে নেয়।
এদিকে ডিএসইর পক্ষ থেকে অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাওয়ার জবাব দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এগুলো হলো, ব্র্যাক ব্যাংক, এইচআর টেক্সটাইল, ট্রাস্ট ব্যাংক, পিপলস ইনস্যুরেন্স, বিআইএফসি, সিটি ব্যাংক ও রিপাবলিক ইনস্যুরেন্স। ডিএসইর অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠানগুলো জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো স্পর্শকাতর তথ্য তাদের কাছে নেই।
No comments