ফল নিয়ে উত্তেজনা সীমান্ত বন্ধ করেছে সেনাবাহিনী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের ফল নিয়ে অব্যাহত উত্তেজনার মুখে সে দেশের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
গত রোববার আইভরি কোস্টে দ্বিতীয় দফা ভোট হয়। কিন্তু ফল ঘোষণায় দেরি হওয়ায় সরকার ও বিরোধীদলীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার সে দেশের নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসানে ওয়াতারাকে জয়ী ঘোষণা করে। কিন্তু দেশটির সাংবিধানিক পরিষদ এ ফলকে অবৈধ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করে। এর জের ধরে সম্ভাব্য সহিংসতা এড়াতে সেনাবাহিনী সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়।
গত রোববার আইভরি কোস্টে দ্বিতীয় দফা ভোট হয়। কিন্তু ফল ঘোষণায় দেরি হওয়ায় সরকার ও বিরোধীদলীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার সে দেশের নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসানে ওয়াতারাকে জয়ী ঘোষণা করে। কিন্তু দেশটির সাংবিধানিক পরিষদ এ ফলকে অবৈধ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করে। এর জের ধরে সম্ভাব্য সহিংসতা এড়াতে সেনাবাহিনী সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়।
No comments