প্রথম দুই ম্যাচের দলে মেন্ডিস-হেরাথ
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে মুত্তিয়া মুরালিধরন বিশ্রামে। আর কপাল খুলেছে রঙ্গানা হেরাথের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভালো পারফর্ম করায় মুরালিধরনের জায়গায় শ্রীলঙ্কার নির্বাচকেরা দলে এনেছেন এই বাঁ-হাতি স্পিনারকে।
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে সফল হলেও দলে রাখা হয়নি দিনেশ চান্ডিমাল ও দামিকা প্রসাদকে। ব্যাটিংয়ে চান্ডিমালের জায়গায় নেওয়া হয়েছে থিলান সামারাবীরাকে। অতিরিক্ত স্পিনার হিসেবে রাখা হয়েছে অজন্তা মেন্ডিসকে। —ক্রিকইনফো
স্কোয়াড: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিলান সামারাবীরা, চামারা কাপুগেদারা, সুরাজ রণদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গানা হেরাথ, লাসিথ মালিঙ্গা, নোয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, দিলহারা ফার্নান্দো, চামারা সিলভা ও জিভান মেন্ডিস।
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে সফল হলেও দলে রাখা হয়নি দিনেশ চান্ডিমাল ও দামিকা প্রসাদকে। ব্যাটিংয়ে চান্ডিমালের জায়গায় নেওয়া হয়েছে থিলান সামারাবীরাকে। অতিরিক্ত স্পিনার হিসেবে রাখা হয়েছে অজন্তা মেন্ডিসকে। —ক্রিকইনফো
স্কোয়াড: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিলান সামারাবীরা, চামারা কাপুগেদারা, সুরাজ রণদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গানা হেরাথ, লাসিথ মালিঙ্গা, নোয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, দিলহারা ফার্নান্দো, চামারা সিলভা ও জিভান মেন্ডিস।
No comments