তিউনিসিয়ায় কারাগার থেকে ৩৫ কয়েদির পলায়ন
তিউনিসিয়ার একটি কারাগার থেকে ৩৫ জন কয়েদি পালিয়েছে। গত বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপির প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর গেবসের একটি কারাগারের কয়েদিরা পাহারারত নিরাপত্তা বাহিনীর সদস্যদের পিটিয়ে আহত করে। পরে তারা কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়।
সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় বিভিন্ন শহরের কারাগার থেকে অনেক কয়েদি পালিয়ে গেছে। গত ১৫ জানুয়ারি ক্যাসেরিন গভর্নোরেট প্রদেশের রাজধানী ক্যাসেরিনের একটি কারাগার থেকে এক হাজার কয়েদি পালিয়ে যায়।
সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় বিভিন্ন শহরের কারাগার থেকে অনেক কয়েদি পালিয়ে গেছে। গত ১৫ জানুয়ারি ক্যাসেরিন গভর্নোরেট প্রদেশের রাজধানী ক্যাসেরিনের একটি কারাগার থেকে এক হাজার কয়েদি পালিয়ে যায়।
No comments