ভারত-চীন ১৬০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ভারত সফরের প্রথম দিনেই ভারত ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এক হাজার ৬০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুত্, টেলিযোগাযোগ ও ইস্পাত খাতে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
এদিকে ভারত সফররত চীনের প্রধানমন্ত্রী জিয়াবাও নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে চীন ও ভারতের একযোগে কাজ করার অনেক সুযোগ রয়েছে। জিয়াবাও আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন।
এ মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সবচেয়ে বড় অংশীদার চীন। চলতি অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন হয়েছে প্রায় ছয় হাজার কোটি ডলার। চীন ও ভারতের মধ্যকার বাণিজ্য চুক্তি নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময়ে স্বাক্ষরিত এক হাজার কোটি ডলারের চুক্তিকে ছাড়িয়ে গেছে।
এদিকে ভারত সফররত চীনের প্রধানমন্ত্রী জিয়াবাও নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে চীন ও ভারতের একযোগে কাজ করার অনেক সুযোগ রয়েছে। জিয়াবাও আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন।
এ মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সবচেয়ে বড় অংশীদার চীন। চলতি অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন হয়েছে প্রায় ছয় হাজার কোটি ডলার। চীন ও ভারতের মধ্যকার বাণিজ্য চুক্তি নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময়ে স্বাক্ষরিত এক হাজার কোটি ডলারের চুক্তিকে ছাড়িয়ে গেছে।
No comments