মানবতাবাদী রোনালদো-জিদান
আবার একসঙ্গে মাঠে নামছেন রোনালদো ও জিনেদিন জিদান। মাঠে নামছেন তাঁরা হাইতি আর পাকিস্তানের জন্য। কাল এক বিবৃতির মাধ্যমে এটা জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দুই শুভেচ্ছাদূত।
ইউএনডিপির কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছরই একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এবার এই প্রদর্শনী ম্যাচটি হবে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে। এ ম্যাচ থেকে পাওয়া টাকার সবটাই খরচ হবে গত জানুয়ারিতে হাইতিতে ভয়াবহ ভূমিকম্প এবং জুলাই মাসে পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে।
রোনালদো-জিদানদের অলস্টার দলের প্রতিপক্ষ এবার গ্রিসের অলিম্পিয়াকস। ইউএনডিপির কর্মকর্তা হেলেন ক্লার্ক কৃতজ্ঞতা জানিয়েছেন অলিম্পিয়াকস ক্লাবের প্রতি। কৃতজ্ঞতা জানিয়েছেন জিদান ও রোনালদোকেও।
ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জিদান দারিদ্র্য দূর করার লক্ষ্যে বলেছেন তাঁর আশার কথা, ‘আমি আশা করছি, দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে আয়োজন করা অষ্টম বাৎসরিক ম্যাচটি সবাইকে এই ধারণা দেবে, দারিদ্র্য দূর করতে আমাদের দ্রুতই এক হতে হবে।’
ইউএনডিপির কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছরই একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এবার এই প্রদর্শনী ম্যাচটি হবে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে। এ ম্যাচ থেকে পাওয়া টাকার সবটাই খরচ হবে গত জানুয়ারিতে হাইতিতে ভয়াবহ ভূমিকম্প এবং জুলাই মাসে পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে।
রোনালদো-জিদানদের অলস্টার দলের প্রতিপক্ষ এবার গ্রিসের অলিম্পিয়াকস। ইউএনডিপির কর্মকর্তা হেলেন ক্লার্ক কৃতজ্ঞতা জানিয়েছেন অলিম্পিয়াকস ক্লাবের প্রতি। কৃতজ্ঞতা জানিয়েছেন জিদান ও রোনালদোকেও।
ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জিদান দারিদ্র্য দূর করার লক্ষ্যে বলেছেন তাঁর আশার কথা, ‘আমি আশা করছি, দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে আয়োজন করা অষ্টম বাৎসরিক ম্যাচটি সবাইকে এই ধারণা দেবে, দারিদ্র্য দূর করতে আমাদের দ্রুতই এক হতে হবে।’
No comments