যৌথ বাহিনী প্রত্যাহারের দাবিতে কলকাতায় মমতার মিছিল
ভারতের পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে যৌথ বাহিনীর অভিযান অবিলম্বে বন্ধ ও তাদের প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিকেলে কলকাতায় এক বিরাট মিছিল বের করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ মিছিলের ডাক দেন।
জঙ্গলমহলে মাওবাদীদের তৎপরতা রোধে গত বছরের ১৮ জুন থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এর পর থেকে মমতা এ অভিযান বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। সরকার তাঁর দাবি মেনে নেয়নি।
গতকাল বিকেলে মিছিলটি কলকাতার উল্টাডাঙ্গার বিধাননগর শিশু উদ্যান থেকে শুরু হয়। শেষ হয় বেলেঘাটার গান্ধী আশ্রমে।
জঙ্গলমহলে মাওবাদীদের তৎপরতা রোধে গত বছরের ১৮ জুন থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এর পর থেকে মমতা এ অভিযান বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। সরকার তাঁর দাবি মেনে নেয়নি।
গতকাল বিকেলে মিছিলটি কলকাতার উল্টাডাঙ্গার বিধাননগর শিশু উদ্যান থেকে শুরু হয়। শেষ হয় বেলেঘাটার গান্ধী আশ্রমে।
No comments