উত্তর কোরিয়ার দেশত্যাগী নেতার মৃত্যু
উত্তর কোরিয়ার দেশত্যাগী নেতা হোয়ং জং য়োপকে (৮৭) গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানায়, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। য়োপ পুলিশি প্রহরায় গোপন এক ঠিকানায় বাস করতেন। তবে উত্তর কোরিয়ার কাছ থেকে তিনি হত্যার হুমকি পেয়েছিলেন।
য়োপ উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের গৃহশিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি দেশ ত্যাগ করার আগে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি সে দেশের একজন কঠোর সমালোচক হয়ে ওঠেন।
সিউল পুলিশের এক মুখপাত্র বলেন, এক নিরাপত্তা-কর্মী য়োপের মৃতদেহ তাঁর বাথটাবে পেয়েছেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
য়োপ উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের গৃহশিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি দেশ ত্যাগ করার আগে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি সে দেশের একজন কঠোর সমালোচক হয়ে ওঠেন।
সিউল পুলিশের এক মুখপাত্র বলেন, এক নিরাপত্তা-কর্মী য়োপের মৃতদেহ তাঁর বাথটাবে পেয়েছেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
No comments