হেরেই গেল জিম্বাবুয়ে
২০ ওভারের ম্যাচে ১৯৪ রান অনেক বড় স্কোর। তার পরও প্রথমে ব্যাট করে এই রান তুলেও স্বস্তিতে ছিল না দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে যে ভয়ই পাইয়ে দিয়েছিল স্বাগতিকদের। নিজেদের টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোর গড়েও শেষ পর্যন্ত কাল কিম্বার্লিতে মাত্র ৮ রানে হারল জিম্বাবুয়ে। ২-০-তে সিরিজ জিতে নিল ইয়োহান বোথার দল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রেকর্ড সর্বোচ্চ অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ১৯৪/৬ রানের পুঁজি এনে দেন জ্যঁ পল ডুমিনি। ৪ ছক্কা ১০ চারে ৫৪ বলে এই রান করেন তিনি। কিন্তু ব্রেন্ডন টেলরের ৩৯ বলে ৫৯ আর জাস্টিস চিবাবার ৪১ বলে ৫৯ রানের ইনিংস দুটিতে চড়ে জয়ের পথে ছোটে জিম্বাবুয়ে। শেষ দিকে দ্রুত উইকেট খোয়ানোয় জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে করতে পারে ১৮৬ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রেকর্ড সর্বোচ্চ অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ১৯৪/৬ রানের পুঁজি এনে দেন জ্যঁ পল ডুমিনি। ৪ ছক্কা ১০ চারে ৫৪ বলে এই রান করেন তিনি। কিন্তু ব্রেন্ডন টেলরের ৩৯ বলে ৫৯ আর জাস্টিস চিবাবার ৪১ বলে ৫৯ রানের ইনিংস দুটিতে চড়ে জয়ের পথে ছোটে জিম্বাবুয়ে। শেষ দিকে দ্রুত উইকেট খোয়ানোয় জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে করতে পারে ১৮৬ রান।
No comments