টেন্ডুলকারের ১৪ হাজার
এভারেস্টে’ পা রেখেছেন আগেই। শচীন টেন্ডুলকার আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন নিজেকে। কাল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পেরিয়ে গেলেন ১৪ হাজার রানের মাইলফলক। আর কত দূরে নিয়ে যাবেন নিজেকে? আজ ব্যাঙ্গালোরে আবারও ব্যাট করতে নামবেন যখন, নামের পাশে লেখা থাকবে ১৪,০১৭ টেস্ট রান।
দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত টেন্ডুলকার যেভাবে খেলছিলেন, কে জানে আজই হয়তো ৪৯তম সেঞ্চুরিটাও পেয়ে যাবেন। রিকি পন্টিং অবশ্য চাইবেন যত দ্রুত সম্ভব টেন্ডুলকারকে ফিরিয়ে দিতে। দলের জন্য তো বটেই, এতে তাঁর ব্যক্তিগত স্বার্থও আছে একটা। বয়সে টেন্ডুলকারের চেয়ে বছর দেড়েকের ছোট পন্টিংয়ের সামনেই সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা তাঁকে ছাড়িয়ে যাওয়ার। সর্বোচ্চ রানের তালিকায় টেন্ডুলকারের পরেই অস্ট্রেলীয় অধিনায়কের অবস্থান। টেস্টে পন্টিংয়ের রান ১২,১৭৮। ব্যবধান কিন্তু ১,৮৩৯ রানের!
দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত টেন্ডুলকার যেভাবে খেলছিলেন, কে জানে আজই হয়তো ৪৯তম সেঞ্চুরিটাও পেয়ে যাবেন। রিকি পন্টিং অবশ্য চাইবেন যত দ্রুত সম্ভব টেন্ডুলকারকে ফিরিয়ে দিতে। দলের জন্য তো বটেই, এতে তাঁর ব্যক্তিগত স্বার্থও আছে একটা। বয়সে টেন্ডুলকারের চেয়ে বছর দেড়েকের ছোট পন্টিংয়ের সামনেই সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা তাঁকে ছাড়িয়ে যাওয়ার। সর্বোচ্চ রানের তালিকায় টেন্ডুলকারের পরেই অস্ট্রেলীয় অধিনায়কের অবস্থান। টেস্টে পন্টিংয়ের রান ১২,১৭৮। ব্যবধান কিন্তু ১,৮৩৯ রানের!
No comments