বাগদাদে দুইটি বোমা হামলায় নিহত ৩১
বাগদাদে প্রায় একই সময় পৃথক দুইটি গাড়িবোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে। আজ রোববার উত্তর বাগদাদের এডেন জংশন ও বাগদাদের পশ্চিমে মানসুরের আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
মানসুরের বিস্ফোরণটি ঘটানো হয় একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির অফিসের সামনে। তবে ওইটিই এই গাড়িবোমা হামলার লক্ষ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। এডেন জংশনে অপর বোমা হামলাটি চালানো হয় একটি জাতীয় নিরাপত্তা দপ্তরের কাছাকাছি।
সাম্প্রতিক মাসগুলোয় ইরাকে সহিংসতা অনেক বেড়েছে। ইরাকি সেনা ও পুলিশকে লক্ষ্য করে বেশির ভাগ হামলা চালানো হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সাল থেকে এ বছরের জুলাই-আগস্ট মাসেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
গত আগস্টে মার্কিন সেনাবাহিনী ইরাক থেকে সেনা প্রত্যাহার করে ইরাকে তাদের যুদ্ধাভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে। যদিও এখনো প্রায় ৫০ হাজার মার্কিন সেনা ইরাকি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ইরাকে অবস্থান করছে।
মানসুরের বিস্ফোরণটি ঘটানো হয় একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির অফিসের সামনে। তবে ওইটিই এই গাড়িবোমা হামলার লক্ষ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। এডেন জংশনে অপর বোমা হামলাটি চালানো হয় একটি জাতীয় নিরাপত্তা দপ্তরের কাছাকাছি।
সাম্প্রতিক মাসগুলোয় ইরাকে সহিংসতা অনেক বেড়েছে। ইরাকি সেনা ও পুলিশকে লক্ষ্য করে বেশির ভাগ হামলা চালানো হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সাল থেকে এ বছরের জুলাই-আগস্ট মাসেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
গত আগস্টে মার্কিন সেনাবাহিনী ইরাক থেকে সেনা প্রত্যাহার করে ইরাকে তাদের যুদ্ধাভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে। যদিও এখনো প্রায় ৫০ হাজার মার্কিন সেনা ইরাকি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ইরাকে অবস্থান করছে।
No comments