ব্রডব্যান্ডের পরাজয় কবুতরের কাছে!
ইন্টারনেটের এই যুগে একটি মাঝারি গতিবেগসম্পন্ন কবুতরের কাছে ব্রডব্যান্ডের গতির পরাজয় হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব ইংল্যান্ডের লিংকনশায়ার কাউন্টিতে।
একসময় বার্তা প্রেরণের অন্যতম মাধ্যম ছিল কবুতর। তারপর আসে টেলিগ্রাম, টেলিফোন এবং সবশেষে ইন্টারনেট। কিন্তু তথ্য ও ভিডিও আদান-প্রদানের ক্ষেত্রে সেই কবুতরই নতুন করে আলোচনায় উঠে আসবে, তা কজন ভেবেছিলেন? সম্প্রতি বিবিসি তেমন একটি খবর প্রকাশ করেছে। লিংকনশায়ার কাউন্টিতে একটি কবুতরের গতির কাছে পরাজিত হয়েছে দ্রুতগতির ইন্টারনেট ব্রডব্যান্ড।
পাঁচ মিনিটের ভিডিওচিত্রসংবলিত একটি মেমোরি কার্ড কবুতরের পায়ে বেঁধে দেওয়া হয়। ররি নামের কবুতরটি পূর্ব ইয়র্কশায়ারের বেভারলি থেকে র্যাংগেলে রওনা হয়। একই সময়ে ভিডিওচিত্রটি কম্পিউটারে আপলোড করা শুরু হয়। কবুতরটির র্যাংগেলে পৌঁছাতে সময় লাগে ৮০ মিনিট। অথচ তখনো ভিডিওচিত্রটির আপলোড-প্রক্রিয়া চলছিল। প্রতিবেদনে বলা হয়, উদ্যোক্তারা স্থানীয় ব্রডব্যান্ডের সমস্যা তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করেছেন।
একসময় বার্তা প্রেরণের অন্যতম মাধ্যম ছিল কবুতর। তারপর আসে টেলিগ্রাম, টেলিফোন এবং সবশেষে ইন্টারনেট। কিন্তু তথ্য ও ভিডিও আদান-প্রদানের ক্ষেত্রে সেই কবুতরই নতুন করে আলোচনায় উঠে আসবে, তা কজন ভেবেছিলেন? সম্প্রতি বিবিসি তেমন একটি খবর প্রকাশ করেছে। লিংকনশায়ার কাউন্টিতে একটি কবুতরের গতির কাছে পরাজিত হয়েছে দ্রুতগতির ইন্টারনেট ব্রডব্যান্ড।
পাঁচ মিনিটের ভিডিওচিত্রসংবলিত একটি মেমোরি কার্ড কবুতরের পায়ে বেঁধে দেওয়া হয়। ররি নামের কবুতরটি পূর্ব ইয়র্কশায়ারের বেভারলি থেকে র্যাংগেলে রওনা হয়। একই সময়ে ভিডিওচিত্রটি কম্পিউটারে আপলোড করা শুরু হয়। কবুতরটির র্যাংগেলে পৌঁছাতে সময় লাগে ৮০ মিনিট। অথচ তখনো ভিডিওচিত্রটির আপলোড-প্রক্রিয়া চলছিল। প্রতিবেদনে বলা হয়, উদ্যোক্তারা স্থানীয় ব্রডব্যান্ডের সমস্যা তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করেছেন।
No comments