প্রাথমিক রিপোর্টে শঙ্কামুক্ত মুশফিকুর

চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে আজ। তবে কাল অ্যাপোলো হাসপাতালে এমআরআই করানোর পর প্রাথমিক রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি মুশফিকুর রহিমের ডান কাঁধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরীর আশা, মুশফিকুর শঙ্কামুক্ত। এক সপ্তাহের মধ্যেই হয়তো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান।
‘প্রাথমিক রিপোর্টে চিকিৎসকেরা জানিয়েছেন, মুশফিকুরের কাঁধে একটা মাসল টিয়ার দেখা গেছে। তবে এটা পুরোনো ইনজুরির কারণেও হতে পারে। ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে’—বলেছেন চিকিৎসক দেবাশিস। গত পরশুর চেয়ে কাল মুশফিকুরের অবস্থা অনেকটাই ভালো ছিল বলে জানিয়েছেন তিনি। ব্যথা অনেক কমে গেছে। এমআরআই রিপোর্টে যেহেতু বড় কোনো সমস্যা ধরে পড়েনি, মুশফিকুর এক সপ্তাহের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবেন বলে আশাবাদী বিসিবির চিকিৎসক, ‘কাঁধের জয়েন্টে একটু পানি জমেছে। এসব ক্ষেত্রে এটা হয়, আবার চলেও যায়। যেহেতু লিগামেন্ট ছেঁড়ার মতো গুরুতর কিছু হয়নি, আশা করি সাত দিন বিশ্রাম নিলেই ও অনুশীলনে ফিরতে পারবে। ফিজিও মাইক হেনরিও এ ব্যাপারে আশাবাদী। এই সাত দিন হালকা কিছু এক্সারসাইজ করতে হবে মুশফিকুরকে।’
গত পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং প্র্যাকটিসের সময় ডান কাঁধে চোট পান মুশফিকুর রহিম এবং এ নিয়ে খুবই শঙ্কিত হয়ে পড়েছিল বিসিবি।

No comments

Powered by Blogger.