পিয়ংইয়ংকে নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক। গতকাল শুক্রবার সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলনে তিনি আহ্বান জানান। এদিকে উত্তর কোরিয়া গতকাল হুমকি দিয়েছে, জাতিসংঘে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এর কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।
গতকাল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও নির্বাহী কার্যালয় ব্লু হাউস থেকে জানানো হয়, সম্মেলনে প্রেসিডেন্ট লি কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করা নিয়ে ছয় জাতির আলোচনায় পিয়ংইয়ংকে ফিরিয়ে আনার ব্যাপারেও গুরুত্বারোপ করেছেন তিনি।
লি বলেন, পরমাণু অস্ত্রের জোরে একটি শক্তিশালী দেশ হিসেবে টিকে থাকার যে ধারণা, তা থেকে উত্তর কোরিয়াকে বের করে আনার উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়কেও অংশ নিতে হবে।
গতকাল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও নির্বাহী কার্যালয় ব্লু হাউস থেকে জানানো হয়, সম্মেলনে প্রেসিডেন্ট লি কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করা নিয়ে ছয় জাতির আলোচনায় পিয়ংইয়ংকে ফিরিয়ে আনার ব্যাপারেও গুরুত্বারোপ করেছেন তিনি।
লি বলেন, পরমাণু অস্ত্রের জোরে একটি শক্তিশালী দেশ হিসেবে টিকে থাকার যে ধারণা, তা থেকে উত্তর কোরিয়াকে বের করে আনার উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়কেও অংশ নিতে হবে।
No comments