৩৫ কোটি ইউরো
মাঠে লড়বে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। আর মাঠের বাইরে ঝনঝন করে ঝরে পড়বে ইউরো-ডলার। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল কত টাকার জোগান দেবে ধারণা করতে পারেন? ইউরোপিয়ান অর্থনীতির এই মন্দার বাজারেও এই ম্যাচ থেকে আয় হবে ৩৫১.৫ মিলিয়ন ইউরো! বিস্ময়ের এখানেই শেষ নয়। টুর্নামেন্টের অন্যতম স্পনসর মাস্টারকার্ডের এক জরিপে জানা গেছে, রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুর এই ম্যাচটি উপভোগ করতে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রিদে ভিড় করবে ১ লাখ ২০ হাজার দর্শক! চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, সূচি বদলে বুধবারের জায়গায় খেলাটা আনা হয়েছে শনিবার। দর্শক-জোয়ারের কারণ নাকি এটাই।
No comments