যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ডেনিস ব্লেয়ার। দীর্ঘ সময়ের কানাঘুষার অবসান ঘটিয়ে তিনি গত বৃহস্পতিবার পদত্যাগ করেন।
গত ২৫ ডিসেম্বর আল-কায়েদার সঙ্গে একটি দল মার্কিন যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা ও নভেম্বরের ফোর্টহুডে গণহত্যাসহ সর্বশেষ টাইমস স্কয়ারে বোমা হামলা প্রচেষ্টার ঘটনায় ব্লেয়ার দেশটিতে কঠোর সমালোচনার মুখে পড়েন। তবে কোনো কোনো রিপাবলিকান অভিযোগ করেছেন, প্রশাসনের নিরাপত্তাবিষয়ক বড় ধরনের ত্রুটি ঢাকতে ব্লেয়ারকে বলির পাঁঠা বানানো হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা এক বার্তায় ব্লেয়ারের প্রতি সম্মান জানিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে ব্লেয়ারের পদের জন্য কয়েকজন শক্ত প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছেন ওবামা।
গত ২৫ ডিসেম্বর আল-কায়েদার সঙ্গে একটি দল মার্কিন যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা ও নভেম্বরের ফোর্টহুডে গণহত্যাসহ সর্বশেষ টাইমস স্কয়ারে বোমা হামলা প্রচেষ্টার ঘটনায় ব্লেয়ার দেশটিতে কঠোর সমালোচনার মুখে পড়েন। তবে কোনো কোনো রিপাবলিকান অভিযোগ করেছেন, প্রশাসনের নিরাপত্তাবিষয়ক বড় ধরনের ত্রুটি ঢাকতে ব্লেয়ারকে বলির পাঁঠা বানানো হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা এক বার্তায় ব্লেয়ারের প্রতি সম্মান জানিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে ব্লেয়ারের পদের জন্য কয়েকজন শক্ত প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছেন ওবামা।
No comments