পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান কেবল ইসলামাবাদের সরকারকেই উৎখাতের চেষ্টা চালাচ্ছে না, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিরুদ্ধেও তারা হামলা চালাচ্ছে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ কথা বলেন।
গেটস বলেন, ‘আমরা এখানে আরেকটি নতুন বিষয় দেখছে পাচ্ছি, তা হচ্ছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের বাইরেও হামলা চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে চলছে ওদের হামলা।’ তিনি বলেন, ‘দেড় বছর আগে পাকিস্তানি তালেবান যখন ইসলামাবাদের দিকে অগ্রসর হয়, তখনই ঘটনাটি আমাকে চিন্তায় ফেলে দেয়। তারা যে অস্তিমান বিপদ হয়ে দাঁড়াবে, এ ব্যাপারে সরকারের টনক নড়ার মতো ঘটনা ছিল ওটা।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সংগঠনটির তৎপরতা থামানো এখন আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়। পাকিস্তানের ভেতরে ও বাইরে, বিশেষ করে আমাদের ওপর তাদের হামলার চেষ্টা থামাতে হবে।’
এ সপ্তাহের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল (অব.) জেমস জোনস ও সিআইএর পরিচালক লিওন প্যানেটা ইসলামাবাদ সফর করেন। এ ব্যাপারে গেটস বলেন, ‘সেখানে তাঁদের আলোচনার মূল বিষয় যা ছিল বলে ধারণা করছি, তা হচ্ছে আমরা উভয়ে এখন যে হুমকির মোকাবিলা করছি, এ ব্যাপারে পারস্পরিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায়।’
গেটস বলেন, ‘আমি যা মনে করি, সম্ভাব্য বোমা হামলাকারী গ্রেপ্তার হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের সহযোগিতা নিবিড় হয়েছে। কাজেই এ ক্ষেত্রে গুণগত পরিবর্তনের চেয়ে বেশি কিছু হয়েছে বলে আমি মনে করি।
No comments