গোর্খা নেতা তামাং নিহত
দার্জিলিংয়ে গোর্খা নেতা ও নিখিল ভারত গোর্খা লিগের (এবিজিএল) সভাপতি মদন তামাং ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল শুক্রবার গোর্খা জনমুক্তি মোর্চার ( জিজেএম) সমর্থকদের ছুরিকাঘাতে পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে তিনি নিহত হন।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল নয়টা ৩০ মিনিটে তামাং ধারালো ছুরির আঘাতে আহত হন। দার্জিলিংয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়।
রাজ্যের পৌরবিষয়ক মন্ত্রী অশোক ভট্টাচার্য জিজেএমকে ফ্যাসিস্ট দল উল্লেখ করে বলেন, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তারা বিরোধী দল দেখতে চায় না। তিনি আরও বলেন, এ ঘটনায় পার্বত্য অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে তামাংয়ের হত্যার ঘটনায় দার্জিলিংয়ের উত্তেজনা দেখা দেয়। সড়কগুলো ফাঁকা হয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল নয়টা ৩০ মিনিটে তামাং ধারালো ছুরির আঘাতে আহত হন। দার্জিলিংয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়।
রাজ্যের পৌরবিষয়ক মন্ত্রী অশোক ভট্টাচার্য জিজেএমকে ফ্যাসিস্ট দল উল্লেখ করে বলেন, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তারা বিরোধী দল দেখতে চায় না। তিনি আরও বলেন, এ ঘটনায় পার্বত্য অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে তামাংয়ের হত্যার ঘটনায় দার্জিলিংয়ের উত্তেজনা দেখা দেয়। সড়কগুলো ফাঁকা হয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
No comments