‘ভারতে দুই কোটির বেশি অবৈধ অভিবাসী রয়েছে’
ভারতে দুই কোটির বেশি অবৈধ অভিবাসী রয়েছে। এদের অধিকাংশ এই উপমহাদেশেরই। গতকাল বৃহস্পতিবার ভারতের বিদেশবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ দাবি করেন।
অবৈধ অভিবাসী বিষয়ে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জি গুরুচরণ বলেন, এ মুহূর্তে ভারতে দুই কোটির বেশি অবৈধ অভিবাসী আছে।
গুরুচরণ বলেন, আসলে কে কোন দেশের নাগরিক তা শুধু নৃতাত্ত্বিকভাবে চিহ্নিত করা কঠিন। কারণ, চেন্নাইয়ের কেউ তামিলভাষী শ্রীলঙ্কান নাগরিক, পাঞ্জাবিভাষী কেউ পাকিস্তানি কিংবা বাংলাভাষী কেউ বাংলাদেশি নাগরিক হতে পারেন।
নেপাল থেকে ভারতে নারীপাচার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে গুরুচরণ বলেন, ‘নেপালের সঙ্গে আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে। তার পরও এ ধরনের ঘটনা প্রতিরোধে সুশীল সমাজের সহায়তা প্রয়োজন।
অবৈধ অভিবাসী বিষয়ে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জি গুরুচরণ বলেন, এ মুহূর্তে ভারতে দুই কোটির বেশি অবৈধ অভিবাসী আছে।
গুরুচরণ বলেন, আসলে কে কোন দেশের নাগরিক তা শুধু নৃতাত্ত্বিকভাবে চিহ্নিত করা কঠিন। কারণ, চেন্নাইয়ের কেউ তামিলভাষী শ্রীলঙ্কান নাগরিক, পাঞ্জাবিভাষী কেউ পাকিস্তানি কিংবা বাংলাভাষী কেউ বাংলাদেশি নাগরিক হতে পারেন।
নেপাল থেকে ভারতে নারীপাচার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে গুরুচরণ বলেন, ‘নেপালের সঙ্গে আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে। তার পরও এ ধরনের ঘটনা প্রতিরোধে সুশীল সমাজের সহায়তা প্রয়োজন।
No comments