ওভারে পাঁচ
আজ আবার যখন মুখোমুখি হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া, মোহাম্মদ আমিরের সেই ওভারের স্মৃতিটা ফিরে না এসে পারেই না। ২ মে এই বোশেজো স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার সহজ জয়কে ছাপিয়ে গিয়েছিল আমিরের ‘ফাইভ উইকেটস মেডেন।’ আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন কিছুর নজির নেই আর একটিও। প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে এক ওভারে পাঁচ উইকেট পতনের ঘটনা একটি আছে, তবে সে ওভারে রানও হয়েছিল একটি। ১৯৭২ সালে সাসেক্সের বিপক্ষে সেই ওভারে সারের বোলার প্যাট পোককের কৃতিত্ব আমিরের চেয়ে একটু বেশিই ছিল, পাঁচ উইকেটের চারটি নিয়েছিলেন নিজেই, বাকিটি রানআউট। এই অফ স্পিনারের শেষ দুই ওভার ছিল এ রকম—উ ০ উ ২ ০ উ; উ উ উ ১ উ ০ (রানআউট)!
No comments