কপাল ভালো রিয়ালের
কপাল! এই কপালগুণেই নাকি রিয়াল মাদ্রিদ এখনো শিরোপার দৌড়ে ভালোমতোই টিকে আছে। সৌভাগ্যের পরশ না পেলে তারা ছিটকে যেত সেই কবেই। বার্সেলোনার প্লে-মেকার জাভি হার্নান্দেজের এমনই মত।
‘অনেকগুলো ম্যাচে রিয়ালকে বাঁচিয়ে দিয়েছে ভাগ্য। যখনই দরকার পড়েছে, ভাগ্যের ছোঁয়া পেয়েছে তারা। লিগে ৯৬ পয়েন্ট পেয়েও এখনো আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা দুঃখজনক। আবার মাদ্রিদের জন্যও এটা আক্ষেপের, ৯৫ পয়েন্ট তুলেও আমাদের পেছনেই থাকতে হচ্ছে ওদের’—বলেছেন জাভি।
ওসাসুনার বিপক্ষে রিয়াল জিতেছে রোনালদোর শেষ মুহূর্তের গোলে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৫-১ গোলে জিতলেও ৭২ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১! প্রায় পুরো মৌসুমে দুই দলই যেভাবে গা ঘেঁষাঘেঁষি করে এগিয়ে লড়াইটাকে একদম শেষ ম্যাচে এনে ফেলেছে, বার্সার ডিফেন্ডার রাফায়েল মার্কেজ তো চিরকালীন শত্রুতা ভুলে বলেই ফেললেন, শেষ ম্যাচে কোনো এক দলের হাতে শিরোপা ওঠাটা হবে অন্যায়! আসল চ্যাম্পিয়ন তো দুই দলই! ওয়েবসাইট।
রোববারই নির্ধারণ হয়ে যাচ্ছে, শিরোপা উঠছে কার হাতে। রিয়াল সফল হলেও কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির চাকরি টেকাতে পারবেন কি না, কে জানে। শোনা যাচ্ছে হোসে মরিনহো আসছেন তাঁর জায়গায়। আর ইন্টার মিলানের পর্তুগিজ কোচকে আগাম স্বাগত জানিয়েছেন কাকা।
‘অনেকগুলো ম্যাচে রিয়ালকে বাঁচিয়ে দিয়েছে ভাগ্য। যখনই দরকার পড়েছে, ভাগ্যের ছোঁয়া পেয়েছে তারা। লিগে ৯৬ পয়েন্ট পেয়েও এখনো আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা দুঃখজনক। আবার মাদ্রিদের জন্যও এটা আক্ষেপের, ৯৫ পয়েন্ট তুলেও আমাদের পেছনেই থাকতে হচ্ছে ওদের’—বলেছেন জাভি।
ওসাসুনার বিপক্ষে রিয়াল জিতেছে রোনালদোর শেষ মুহূর্তের গোলে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৫-১ গোলে জিতলেও ৭২ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১! প্রায় পুরো মৌসুমে দুই দলই যেভাবে গা ঘেঁষাঘেঁষি করে এগিয়ে লড়াইটাকে একদম শেষ ম্যাচে এনে ফেলেছে, বার্সার ডিফেন্ডার রাফায়েল মার্কেজ তো চিরকালীন শত্রুতা ভুলে বলেই ফেললেন, শেষ ম্যাচে কোনো এক দলের হাতে শিরোপা ওঠাটা হবে অন্যায়! আসল চ্যাম্পিয়ন তো দুই দলই! ওয়েবসাইট।
রোববারই নির্ধারণ হয়ে যাচ্ছে, শিরোপা উঠছে কার হাতে। রিয়াল সফল হলেও কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির চাকরি টেকাতে পারবেন কি না, কে জানে। শোনা যাচ্ছে হোসে মরিনহো আসছেন তাঁর জায়গায়। আর ইন্টার মিলানের পর্তুগিজ কোচকে আগাম স্বাগত জানিয়েছেন কাকা।
No comments