ত্রিপক্ষীয় সিরিজের ফাইনাল আজ
সব ম্যাচে হেরে ত্রিপক্ষীয় সিরিজে আগেই দর্শক হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আজকের ফাইনালে তাই মুখোমুখি হবে দুই অতিথি দল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’।
ফাইনালে এগিয়ে থাকার কথা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেরই। ডাবল লিগ পদ্ধতির সিরিজের সব ম্যাচ জিতে ফাইনালে এসেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল জিতেছে শুধু বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটিতে, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কাছে দুটো ম্যাচেই তারা হেরেছে।
ত্রিপক্ষীয় সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা দল দেশে ফিরে যাবে। তবে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলতে থেকে যাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। মিরপুরে প্রথম ম্যাচটি শুরু হবে ১৭ মে।
ফাইনালে এগিয়ে থাকার কথা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেরই। ডাবল লিগ পদ্ধতির সিরিজের সব ম্যাচ জিতে ফাইনালে এসেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল জিতেছে শুধু বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটিতে, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কাছে দুটো ম্যাচেই তারা হেরেছে।
ত্রিপক্ষীয় সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা দল দেশে ফিরে যাবে। তবে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলতে থেকে যাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। মিরপুরে প্রথম ম্যাচটি শুরু হবে ১৭ মে।
No comments