মাদক চোরাচালান দমনে মেক্সিকোকে আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযানে মেক্সিকোকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে হিলারি এই প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, ‘মাদক চোরাচালান চক্র দুই দেশের সরকারের বিরুদ্ধে কাজ করছে। এদের দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ জন্য আমরা একসঙ্গে কাজ করছি।’ হিলারির এই সফরে মাদক চক্র দমনে মেক্সিকো সরকারকে ১৬০ কোটি মার্কিন ডলার সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়।
১১ দিন আগে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ এলাকায় তিনজন মার্কিন কনসুলেট নিহত হন। এতে মাদক চোরাচালান চক্রের হাত আছে বলে ধারণা করা হচ্ছে। এরপর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে মেক্সিকো সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি। প্রতিনিধিদলে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন এবং হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জ্যানেট ন্যাপোলিতানো।
সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেন, ‘মাদক চোরাচালান চক্র দুই দেশের সরকারের বিরুদ্ধে কাজ করছে। এদের দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ জন্য আমরা একসঙ্গে কাজ করছি।’ হিলারির এই সফরে মাদক চক্র দমনে মেক্সিকো সরকারকে ১৬০ কোটি মার্কিন ডলার সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়।
১১ দিন আগে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ এলাকায় তিনজন মার্কিন কনসুলেট নিহত হন। এতে মাদক চোরাচালান চক্রের হাত আছে বলে ধারণা করা হচ্ছে। এরপর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে মেক্সিকো সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি। প্রতিনিধিদলে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন এবং হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জ্যানেট ন্যাপোলিতানো।
No comments