মোগাদিসুতে বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের তুমুল লড়াই
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কেন্দ্রস্থলে গতকাল শুক্রবার ভোররাতে ইসলামপন্থী বিদ্রোহী ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। রাত দুইটার দিকে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয় এবং তা সারা রাত ধরে চলতে থাকে। অল্প সময়ের জন্য সংঘর্ষ থামলেও ভোরে তা আবার পুরোদমে শুরু হয়। এই সংঘর্ষ সোমালিয়ার রাজধানী ও বন্দরের মধ্যবর্তী কৌশলগত কে-৪ জংশনের আশপাশেও ছড়িয়ে পড়ে। কে-৪ বা কিলোমিটার ফোর মোগাদিসুর দক্ষিণ-পূর্বে অবস্থিত। সেখানে এয়ারপোর্ট রোডটি অন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে মিলিত হয়েছে। সেখানে প্রায়ই বড় ধরনের সংঘর্ষ বাধে। সোমালিয়ার আন্তর্জাতিক সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট শরিফ শেখ আহমদের দুর্বল অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তির সময় গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটল। শরিফ সরকার আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় রাজধানীর মাত্র একটি ক্ষুদ্র অংশ নিয়ন্ত্রণ করে।
No comments