টিকিট যেন সোনার হরিণ!
গত পরশু চট্টগ্রাম থেকে এসেছেন রফিকুল ইসলাম। ছোটখাটো ব্যবসা করেন। খেলার প্রতি গভীর টান। এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি মাঠে বসে দেখবেন বলে সোজা চলে এসেছেন ঢাকায়। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মূল গেটের সামনে কাল দুপুরে তাঁকে দেখা গেল বিমর্ষ। কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই বললেন, ‘ভাই ৬০০ টাকা যাতায়াত ভাড়াটা পুরো পানিতে গেল। এখানে এসে কোনো টিকিটই পেলাম না।’ আশপাশেই তখনো গ্যালারির ৫০ টাকা দামের টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছিল ৫০০ টাকায়। কিন্তু আগুন দামে তা কেনে কার সাধ্য? উত্তর বাড্ডার জাহাঙ্গীর আলম অবশ্য তাতেই রাজি, ‘৫০০ টাকা দিয়ে কিনলাম তাতে কি? অনুষ্ঠান তো স্টেডিয়ামে বসে দেখতে পারব।’ এদিক দিয়ে অবশ্য ভাগ্যবানই বলা যায় গুলশান কালাচাঁদপুরের রিয়াজকে। ৫০ টাকাতেই টিকিট পেয়ে গেছেন। তাঁর মতো এমন সৌভাগ্য কম লোকেরই হয়েছে।
No comments