সেরেনা-ফেদেরারের অপেক্ষা
আজ অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে লড়বেন সেরেনা উইলিয়ামস। আগামীকাল পুরুষ এককে রজার ফেদেরার। সেরেনার জন্য আজকের ফাইনালটি হবে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। আর ফেদেরারের জন্য সর্বোচ্চ চূড়াটাকে স্পর্শ করার। আজ জিতলে এটি হবে অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনার পঞ্চম শিরোপা। টেনিসে ‘ওপেন-যুগ’ শুরুর (১৯৬৮ সাল) পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে পাঁচটি শিরোপা জেতা হয়নি কারোরই। স্টেফি গ্রাফ, মার্গারেট কোর্ট, মনিকা সেলেস, গুলাগং কাউলিদের পাশাপাশি সেরেনাও জিতেছেন চারটি করে (২০০৩, ২০০৫, ২০০৭ এবং ২০০৯ সালে)। সেরেনার জন্য তাই আজ সুযোগ টেনিসের এই সাবেক কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার। অন্যদিকে ফেদেরারের জন্য ঠিক নতুন রেকর্ড গড়া হবে না, জিতলে তিনি ছুঁয়ে ফেলবেন আন্দ্রে আগাসির রেকর্ড। ওপেন-যুগের পর সর্বোচ্চ চারবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন আগাসি। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে জিতেছেন ফেদেরার (২০০৪, ২০০৬, ২০০৭) এবং ম্যাটস উইল্যান্ডার।
No comments