যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কথাকার পরামর্শ দিয়েছে
সন্ত্রাসী চক্র ভারতে আবারও ভয়াবহ হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ভারতে ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সামনের মাসগুলোতে ভারতে ভ্রমণের সময় তাদেরও ওই সতর্কতা অবলম্বন করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়, ভারতে চলমান নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তারা সতর্ক করছে। মার্কিন সরকার প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পাচ্ছে, সন্ত্রাসীরা ভারতে হামলার পরিকল্পনা করছে। এ সময় দেশটিতে ভ্রমণরত যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা পশ্চিমারাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগেও ভারতে ভ্রমণকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে কয়েকবার বিবৃতি দেওয়া হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়, ভারতে চলমান নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তারা সতর্ক করছে। মার্কিন সরকার প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পাচ্ছে, সন্ত্রাসীরা ভারতে হামলার পরিকল্পনা করছে। এ সময় দেশটিতে ভ্রমণরত যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা পশ্চিমারাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগেও ভারতে ভ্রমণকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে কয়েকবার বিবৃতি দেওয়া হয়েছিল।
No comments